পীরগঞ্জে -প্রতিপক্ষকে -ফাঁসাতেবাড়ীতে- আগুন 127 0
পীরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়ীতে আগুন
মো: মোস্তফা মিয়া,পীরগঞ্জে,রংপুর থেকে:
রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের রামনাথপুর মিয়াপাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে নিজেই ডিজেল দিয়ে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার দুপুরে এ ঘটনায় তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, রংপুর পুলিশের ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান,পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র ঘটনাস্থল পটিদর্শন করে ঘটনার প্রাথমিক তদন্তও করেন। ওই ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে
জানা গেছে, ঔ গ্রামের মৃত দেলোয়ার মিয়ার পুত্র মোস্তাফিজার রহমান মোস্তা পার্শ্ববর্তী এমদাদুল হকের পুত্র আলম এর নিকট কচু বিক্রি করে। সোমবার সকালে মোস্তার স্ত্রী মাজেদা এবং তার জা ফাতেমা বেগম ওই পাওনা টাকা চাওয়ার জন্য আলমের বাড়ীতে যায়। এ সময় আলমের স্ত্রী রুপা বেগমের সাথে তাদের কথা কাটাকাটি হয়। পরে আলমের লোকজন লাঠিসোঁটা নিয়ে মোস্তার, তার স্ত্রী মাজেদা ও জা ফাতেমা বেগমকে বেদম পেটানো হয়। আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে তার প্রতিপক্ষকে ফাঁসাতে ওই গ্রামের গালামাল ব্যবসায়ী মোকসেদ আলীর দোকান থেকে ডিজেল এনে তার বাড়ীর একটি টিনের ছাপড়া ঘরে আগুন লাগিয়ে দেয় । মুহুর্তেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়৷ এদিকে আগুন লাগানোর ঘটনাটি আলম তার বিশ্বস্ত এক ব্যক্তিকে বললে ঘটনাটি ফাঁস হয়ে যায়। এ ঘটনাশ স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তদম্ত করা হয়। প্রাথমিক তদন্তে হিংসাত্মকভাবে আগুন লাগানোর তথ্য পায় পুলিশ। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, আগুন লাগার ঘটনায় পাল্টাপাল্টি মসমলা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার ঘটনা সাজানো বলে মনে হয়েছে। আরও নিবিড়ভাবে তদন্ত চলছে। তদন্তের পর আইনী ব্যবস্থা নেয়া হবে।